নগরকান্দায় বিষাক্ত ওষুধে তিন পুকুরের মাছ নিধন
নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়ার বিল এলাকায় তিনটি পুকুরে বিষাক্ত গ্যাসের ওষুধ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এই নাশকতামূলক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক আলিমুজ্জামান সেলু।
তিনি বলেন, শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে পার্শ্ববর্তী বালিয়া গ্রামের লক্ষি মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর ইচ্ছাকৃতভাবে তার তিনটি পুকুরে ক্ষতিকর গ্যাসের ওষুধ ফেলে মাছগুলো নিধন করে। রাতের অন্ধকারে বিষক্রিয়া শুরু হলে কয়েক ঘণ্টার মধ্যে পুকুরজুড়ে ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এ ঘটনায় আলিমুজ্জামান সেলুর পক্ষ থেকে দেবু মালো নামের এক ব্যক্তি বাদী হয়ে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়েছে, শত্রুতার জেরে পরিকল্পিতভাবে পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়েছে এবং এর মাধ্যমে সম্পত্তির ক্ষতি সাধনই ছিল মূল উদ্দেশ্য।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে পুকুরে ভেসে থাকা বিপুল সংখ্যক মৃত মাছ দেখেন। তারা দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ