কাপ্তাইয়ে কেপিএম শ্রমিক–কর্মচারীদের দাবি আদায়ে গেইট মিটিং

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 17, 2025 - 12:51
 0  4
কাপ্তাইয়ে কেপিএম শ্রমিক–কর্মচারীদের দাবি আদায়ে গেইট মিটিং

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম)-এ কর্মরত শ্রমিক–কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বকেয়া ও নায্য দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত কেপিএম শ্রমিক–কর্মচারী পরিষদ (সিবিএ)-র ব্যানারে মিলের ১ নম্বর গেইটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

মিটিংয়ে সিবিএ সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি আব্দুর রাজ্জাক সুচনা বক্তব্য রাখেন।
তিনি বলেন, “কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল রাখতে হলে শ্রমিক–কর্মচারীদের নায্য দাবি পূরণ করতে হবে। এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করা জরুরি। সরকার ২০২৩ সালের জুলাই থেকে কর্মচারীদের ৫% বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই থেকে মূল বেতনের ১৫% হারে সুবিধা ঘোষণা করেছে—এই সুবিধা শ্রমিকদেরও দিতে হবে।”

তিনি আরও বলেন, কারখানায় কর্মরত পে-কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের মতো উচ্চতর গ্রেড দিতে হবে।

নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে পদোন্নতি নিশ্চিত করতে হবে।

অস্থায়ী ও আউটসোর্সিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে নায্য মজুরি দিতে হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় সরকার যেভাবে মহার্ঘ্য ভাতা দিত, শ্রমিকরাও সেই একই ভাতা পাওয়ার অধিকারী। কিন্তু ২০২৩ সাল থেকে শ্রমিকরা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন না, যা দ্রুত প্রদান করতে হবে।

গেইট মিটিংয়ে সিবিএ সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহিরসহ সিবিএ নেতৃবৃন্দ, শ্রমিক–কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow