ফরিদপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 12, 2025 - 13:19
 0  3
ফরিদপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা বদরুদ্দীন আহমেদ। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল ওহাব, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং পৌর শাখার আমীর ডা. রুবেল। এ সময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এ আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে। পাশাপাশি নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।

পরে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাতে জামায়াত নেতৃবৃন্দ স্মারকলিপি তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow