রুমায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Oct 12, 2025 - 12:46
 0  3
রুমায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

সারাদেশের মতো বান্দরবানের রুমা উপজেলাতেও শুরু হয়েছে “জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল এর হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইপিআই টেকনোলজিস্ট চচমং মারমা, পরিসংখ্যানবিদ উথোয়াইপ্রু খেয়াং এবং রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক গর্ডেন ত্রিপুরা। এছাড়া স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

প্রথম দিন বিদ্যালয়টিতে মোট ৪৫৬ জন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকার এক ডোজ করে প্রদান করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রুমা উপজেলার ১২টি বিদ্যালয়ে মোট ৩ হাজার ৫৬২ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে আরও ২ হাজার ১৮৫ জনকে টিকা প্রদান করা হবে।

এ পর্যন্ত রুমা উপজেলায় মোট নিবন্ধিত হয়েছে ৪ হাজার ১৮১ জন। এতে টিকাদান অর্জনের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৮ শতাংশ, যা বান্দরবান জেলার সাতটি উপজেলার মধ্যে রুমাকে দ্বিতীয় অবস্থানে রেখেছে বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদ উথোয়াইপ্রু খেয়াং।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে উপজেলায় শিশু ও শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকাদান কর্মসূচি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow