ফরিদপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 12, 2025 - 12:43
 0  3
ফরিদপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশে চলমান জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রবিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ ইকবাল (ভাঙ্গা), উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান ও স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা টাইফয়েড রোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, প্রতিবছর প্রায় আট হাজার শিশু ও কিশোর টাইফয়েডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণে সরকার বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম হাতে নিয়েছে। শূন্য থেকে ১৬ বছর বয়সী সব শিশু-কিশোরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা অভিভাবকদের সচেতন হতে এবং সাংবাদিকদের এই ক্যাম্পেইন সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান। পরে এক শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করা হয়।

সভায় জানানো হয়, আগামী এক মাস ধরে এ কর্মসূচি জেলায় অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow