আলফাডাঙ্গায় সাবেক কমিশনার খান মিজানুর রহমান গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার খান মিজানুর রহমান শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গ্রেফতার হয়েছেন। এ গ্রেফতারি সিলেটের একটি চেক সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের মাধ্যমে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্বারা পরিচালিত হয়।
জানা যায়, খান মিজানুর রহমান সিলেটের এক ব্যবসায়ীকে বিদেশে নেওয়ার জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করেছিলেন। পরে ব্যবসায়ী নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ করতে না পারায় মিজানুর রহমান তাকে একটি চেক প্রদান করেন। এরপর চেক সংক্রান্ত বিবাদে আদালতে মামলা দায়ের করা হয় এবং মামলার ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, আদালতের নির্দেশে আলফাডাঙ্গা থানার পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনায় খান মিজানুর রহমানের মূল অর্থও উল্টোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,সিলেটের আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে সাবেক কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। মামলার সব দিক আমরা যাচাই-বাছাই করছি, প্রাথমিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






