পাঁচ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 12, 2025 - 14:40
 0  4
পাঁচ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। 

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সিও অফিস মোড় থেকে শুরু করে জেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের  অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এসে মিছিলটি শেষ হয়। 

মিছিল শেষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী আমির ও মজলিসে সূরা সদস্য আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপিটি পৌঁছানোর জন্য পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁনের নিকট জমা প্রদান করা হয়। 

স্মারকলিপিতে যে পাঁচ দফা দাবি উল্লেখ করা হয় তা হলো-১.আগামী ফেব্রুয়ারিতে অনুষ্টিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। ২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩.অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪.ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫.স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

তারা বলেন, উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে,রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। তাই  জনগণের পক্ষে উপরোক্ত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়। 

স্মারকলিপি শেষে জেলা জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা জামায়াতের আমীর আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী পুত্র শামীম সাঈদী। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, জামায়াতের পেশাজীবী সংগঠনের জেলা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ,পৌর আমীর মাওলানা ইছাহাক আলী,পিরোজপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিদ্দিকুর রহমান,জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান খান সহ জামায়াতের বিভিন্ন অঙ্গ  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow