নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে জনগণই ধুলায় মিশিয়ে দেবে - শামা ওবায়েদ

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Nov 6, 2025 - 16:19
 0  5
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে জনগণই ধুলায় মিশিয়ে দেবে - শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,  বাংলাদেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনের জোয়ার বইছে। তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তবে জনগণই সেই ষড়যন্ত্রকে ধুলায় মিশিয়ে দেবে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিলে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই আমাদের প্রকৃত ভরসা। এই দেশ স্বাধীনতা অর্জন করেছে জনগণের ভোটে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণই হবে মূল চালিকা শক্তি।

অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, মাহবুব আলী মিয়া, বদরুজ্জামান তারা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, জাহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, সালথা উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান ও ওহিদুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শামা ওবায়েদ নেতাকর্মীদের সাথে নিয়ে তার প্রয়াত পিতা জাতীয়তাবাদীদল বিএনপি'র সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কবরে রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow