আলফাডাঙ্গায় অসহায় জীবনে দিন কাটাচ্ছেন বিদবা নারী মর্জিনা বেগম
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুর স্বপ্ন নগর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন বিদবা নারী মর্জিনা বেগম (৪০)। স্বামী রবিউল শেখের মৃত্যুর পর থেক অভাব-অনটনে জর্জরিত এই নারী বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বয়স ও অসুস্থতার কারণে কাজ করতে পারছেন না, ফলে দিন কাটছে চরম দুঃখ-কষ্টে।
জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের ভার একাই টেনে চলছেন মর্জিনা বেগম। নেই কোনো স্থায়ী আয়। আগে মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করে যা পেতেন, তা দিয়েই চলতো সংসার। কিন্তু এখন শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে তাও সম্ভব হচ্ছে না।
দুর্দশার কথা বলতে গিয়ে মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,স্বামী মারা যাওয়ার পর থেকে কেউ পাশে নেই। আশ্রয়ণ প্রকল্পে একটা ঘর পেয়েছি, কিন্তু খাবার জোগাড় করতে পারি না। সন্তানদের মুখে খাবার দিতে না পারলে খুব কষ্ট হয়। দুই ছেলে ও এক মেয়েকে অনেক কষ্টে বড় করেছি। কিন্তু অর্থের অভাবে ছেলেদের স্কুল বন্ধ হয়ে গেছে। মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু জামাই অন্যজনকে বিয়ে করে চলে গেছে—এখন মেয়েরও দুই সন্তান আমার কাছে থাকে। পুরো ভরণপোষণ আমার ওপর, অথচ আমি নিজেই অসহায়।
স্থানীয়রা জানিয়েছেন, মর্জিনা বেগমের মতো আরও কয়েকজন অসহায় নারী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন, যাদের জীবনে প্রয়োজন সরকারি ও সামাজিক সহায়তা।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল বলেন,মর্জিনা বেগমের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে তার সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তাহলে তার মতো অসহায় মানুষরা নতুন করে বাঁচার সাহস পাবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সমাজের প্রতি নৈতিক অঙ্গীকারও।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ