সালথায় পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী নিহত
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী বক্কার শেখ (৪৩) কে আটক করেছে।
নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।
স্থানীয়রা জানান, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার এক পর্যায়ে মর্জিনা ও সন্তানরা মিলে বক্কারকে ঘর থেকে বের করে দেন। কিছুক্ষণ পর বক্কার ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে বটির আছারি দিয়ে মর্জিনার মাথায় একাধিক আঘাত করে। ঘটনাস্থলেই মারা যান মর্জিনা।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী বক্কারকে আটক করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বটির আছারি দিয়ে হত্যা করেছে বক্কার শেখ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
What's Your Reaction?
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ