সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 2, 2025 - 15:32
 0  1
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলেজ শহর ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে শিবির নেতার প্রার্থিতা ঘিরে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীকে হেনস্তা এবং সারাদেশের নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিং বন্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সহ-সভাপতি অনিক খান, সিনিয়র সহ-সভাপতি এম মামুন রহমান, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকারের দমন-নিপীড়ন সহ্য করার পরেও আবার নতুন স্বৈরাচারের জন্ম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষা ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে রেখে সেখানে অরাজকতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow