বোয়ালমারীতে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 2, 2025 - 15:35
 0  8
বোয়ালমারীতে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জিয়া প্রজন্ম দলের উপজেলা শাখা। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনবহা ইউনিয়নে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবুল বাশার বিপ্লবের বাসভবনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার বিপ্লব বলেন, “বিএনপির রয়েছে দীর্ঘদিনের সংগ্রাম, গৌরব ও ঐতিহ্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আন্দোলন করে এসেছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।”

এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মো. দেলোয়ার হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব মো. আল আমিন হোসেন, ফরিদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক মো. চয়ন, আলফাডাঙ্গা শ্রমিক দলের সভাপতি ইয়াদ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল, গুনবহা ইউনিয়ন জিয়া প্রজন্ম দলের নেতা মো. নাজমুল ও মো. ইসরাফিল, চতুল ইউনিয়ন জিয়া প্রজন্ম দলের নেতা তারিকুল ইসলাম, বোয়ালমারী পৌর জিয়া প্রজন্ম দলের নেতা মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।

পরে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow