মধুখালী শিশু একাডেমিতে বই উৎসব ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালী শিশু একাডেমিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে নতুন বছরের বই বিতরণ এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়ার আনন্দ এবং বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত মিলিয়ে পুরো একাডেমি প্রাঙ্গণ এক ভিন্ন আমেজ লাভ করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মধুখালী শিশু একাডেমির প্রধান শিক্ষক যামিনী সিংহ রায়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন ক্লাসের বই তুলে দেওয়া হয়। একইসাথে তৃতীয় শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
What's Your Reaction?
পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ