বয়স ২৭, পরামর্শ দিয়েই বছরে আয় করেন ১৬ লক্ষ টাকা

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jan 2, 2026 - 09:42
 0  8
বয়স ২৭, পরামর্শ দিয়েই বছরে আয় করেন ১৬ লক্ষ টাকা

‎গত ২৯ ডিসেম্বর নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল, এরপরে নির্বাচন কমিশন দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের হলফনামা প্রকাশ করে যা ইতিমধ্যেই দৈনিক খোলাচোখের হাতে এসেছে।

‎নির্বাচনী হলফনামা গেটে দেখা যায় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্ষিক আয় প্রায় ৭ লক্ষ টাকা আর অপর বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের বার্ষিক আয় ৩ লক্ষ ৬০হাজার টাকা এবং প্রত্যেকেই ব্যবসসহ বিভিন্ন পেশায় জড়িত।

‎তবে অবাক করা তথ্য হল জুলাই আন্দোলনের অগ্রনায়ক ও তরুণদের রাজনৈতিক দল "জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লক্ষ টাকা এবং তার কোন পেশা নেই, তিনি পরামর্শ দিয়েই বছরে এতো এতো টাকা আয় করেন।

‎দৈনিক খোলাচোখ তাহার হলফনামা অনুযায়ী অনুসন্ধান করতে গিয়ে আরো অবাক হন যে, তাহার বয়স মাত্র ২৭ বছর এবং ঢাবির মাস্টার্সের শিক্ষার্থীও বটে।

‎বাংলাদেশে ৩ বিষয়ে লেখাপড়া করে পরামর্শক হিসেবে ক্যারিয়ার গড়তে পারে যেমন -১.আইন, ২. ডাক্তার, ৩. মনোবিজ্ঞান।

‎কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় জনাব নাহিদ ইসলাম এই ৩বিষয়ের কোন বিষয়ে তিনি লেখাপড়া করেননি। তিনি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

‎সুতরাং এতো অল্প বয়সে পরামর্শক হওয়ার নিম্নতম যোগ্যতা না থাকলেও তিনি কিভাবে বছরে ১৬ লক্ষ টাকা আয় করেন যেখানে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান একজন অভিজ্ঞ ও পুরদস্তুর পরামর্শক(ডাক্তার) এবং একটি মেডিকেল কলেজের চেয়ারম্যান হয়েও তার বাৎসরিক আয় মাত্র ৩ লক্ষ ৬০হাজার টাকা।

‎এবং দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আয় মাত্র ৭ লক্ষ টাকা।

‎এ বিষয়ে জনাব নাহিদ ইসলামের সাথে দৈহিক খোলাচোখ কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow