মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, মুখ খুললেন যুবদল নেতা সৈয়দ মিজানুর রহমান

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Jan 2, 2026 - 09:13
 0  2
মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, মুখ খুললেন যুবদল নেতা সৈয়দ মিজানুর রহমান

‎ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রকাশ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেলে আলফাডাঙ্গা লোকাল বাস স্ট্যান্ড সংলগ্ন মহসিন মেম্বারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাতে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করে নিজের অবস্থান স্পষ্ট করেন।

‎লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে তিনি জানতে পারেন, তার ভাগ্নে সফিককে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টির প্রকৃত কারণ জানার জন্য তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হন।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, তার ভাগ্নে একজন পঙ্গু ও অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করে নির্বাচন অফিসের দোতলায় উঠিয়ে দিতে সহায়তা করেছিলেন। এটি নির্বাচন আচরণবিধির লঙ্ঘনের অন্তর্ভুক্ত হওয়ায় তাকে ওই দণ্ড প্রদান করা হয়। বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
‎তিনি আরও জানান, ঘটনার দুই দিন পর বুরহান হোসাইন নামে একটি ফেসবুক আইডি থেকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয়।

‎সৈয়দ মিজানুর রহমান বলেন,এই অপপ্রচার আমার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত চেষ্টা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎তিনি আরও বলেন,সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেটিই সবচেয়ে শক্তিশালী। যারা মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আলফাডাঙ্গার জনগণ আমাকে চেনে এবং জানে—আমার রাজনীতি মানুষের জন্য। এই অপপ্রচার আমাকে দমিয়ে রাখতে পারবে না; বরং মানুষের পাশে আরও সাহস ও দায়িত্ব নিয়ে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

‎তিনি সকলকে গুজবে কান না দিয়ে সত্য যাচাই করার আহ্বান জানান এবং প্রয়োজনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow