ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা পরিষদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আক্তার মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) এস সাজ্জাদ আহমেদ শাওন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম আলী।
বক্তারা নবনির্বাচিত কমিটির কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”
এছাড়া সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন, “৫ আগস্টের পর জনগণ কিছুটা হলেও কথা বলার সুযোগ পাচ্ছে, যা আগে ছিল না।”
তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসাথে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আলোচনার পরের পর্বে মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?






