বিস্ফোরক মামলায় বেরোবির সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিস কর্মকর্তা গ্রেপ্তার

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ মে) দিবাগত রাতে রংপুর মহানগরীর শাপলা এলাকার গোণেশপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোসাদ্দেকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের ১৬ জুলাই “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” চলাকালে শিক্ষার্থীদের ওপর সংঘটিত সশস্ত্র হামলার সময় রাফিউল ইসলাম রাসেল সরাসরি জড়িত ছিলেন।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি পুলিশ ও অস্ত্রধারী ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ইঙ্গিত দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
একজন সাংবাদিক ঘটনাস্থলে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এছাড়া আলোচিত আবু সাঈদ হত্যা মামলার এজাহারেও তার নাম রয়েছে।
এই সব অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার নাম উঠে আসায় প্রশাসনিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলা ও তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ৭ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াসহ ৭১ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এই মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে রাফিউল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হলো।
What's Your Reaction?






