মোবাইল আসক্তি নিয়ে বিতর্কে চ্যাম্পিয়ন কামারগ্রাম কাঞ্চন একাডেমী

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Sep 16, 2025 - 09:25
 0  5
মোবাইল আসক্তি নিয়ে বিতর্কে চ্যাম্পিয়ন কামারগ্রাম কাঞ্চন একাডেমী

তীক্ষ্ণ যুক্তি আর অকাট্য তথ্যের লড়াইয়ে শেষ হাসি হাসলো কামারগ্রাম কাঞ্চন একাডেমী। ‘মোবাইল ফোনের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবল ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে’ - এই বহুল আলোচিত প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে তারা আলফাডাঙ্গা আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় ছিনিয়ে নিয়েছে চ্যাম্পিয়নের মুকুট। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ চূড়ান্ত পর্বে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে তারা এই গৌরব অর্জন করে।

গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় উপজেলার মোট ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চারটি পর্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কামারগ্রাম কাঞ্চন একাডেমী। তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং অকাট্য যুক্তির উপস্থাপনায় বিচারকদের মন জয় করে নেয় কামারগ্রাম কাঞ্চন একাডেমী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “বর্তমান সময়ে মোবাইল আসক্তি তরুণ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির ভালো-মন্দ দুটি দিক সম্পর্কেই স্বচ্ছ ধারণা পেয়েছে, যা তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। আমরা আশা করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ও যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এর আগে স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি যুক্তিনির্ভর সমাজ গঠনের শক্তিশালী হাতিয়ার। অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়ে এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরের কাছ থেকে অনেক কিছু শিখেছে। এই জ্ঞান তাদের ভবিষ্যৎ জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।” তিনি আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow