ফরিদপুরের ভাঙ্গায় বাস খাদে পড়ে উল্টে গেল, আহত অন্তত ১৫

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 20, 2025 - 17:59
 0  3
ফরিদপুরের ভাঙ্গায় বাস খাদে পড়ে উল্টে গেল, আহত অন্তত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব ১৫-৯২০৫ নম্বরের ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনের একটি বাসকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে—পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো. সজিব (২৫), আমতলী (বরগুনা) পূর্বটিলা গ্রামের মো. রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরঘাট গ্রামের খাদিজা আক্তার (২৩)। এছাড়াও বাসের হেলপারসহ আরও ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, “ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহনের বাসটি সামনের একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।”

পরে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow