মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাবাই মারমা, মহালছড়ি প্রতিনিধি, খাগড়াছড়িঃ
May 20, 2025 - 18:08
 0  2
মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কৃষক-কৃষাণীদের নিয়ে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস”। মঙ্গলবার (২০ মে) মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কৃষিতে পুষ্টি, উদ্যোক্তা গঠন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুকুল চন্দ্র দেওয়ান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী উপপরিচালক আহসানুল হক চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক কৃষক ও কৃষাণী। বক্তারা পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের কার্যক্রম মাঠপর্যায়ে কৃষকদের প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে সহায়তা করবে।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে চাষাবাদ সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow