ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়মুখী করতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকেরা। এ সময় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ, খাতা, কলম, পেনসিল, রাবার, কলম বক্স, স্কেল, ফাইল, হার্ডবোর্ডসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। এছাড়া তাদের জন্য ছিল বিভিন্ন ক্রীড়া উপকরণও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেবা পারভিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও রাসেল ইকবাল বলেন, “শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়মুখী করাসহ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের শিক্ষার্থীরা যেসব সুবিধা পায়, গ্রামের শিক্ষার্থীরা তা পায় না। তাই এ সামান্য উদ্যোগ তাদের লেখাপড়ায় মনোযোগী করতে সহায়ক হবে বলে আশা করি।”
তিনি আরও জানান, উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে।
What's Your Reaction?






