আলফাডাঙ্গায় অবৈধ চায়না জাল জব্দ ও ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উন্মুক্ত জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রায় দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। উপজেলার বানা ও বুড়াইচ ইউনিয়নের উথলী বিল, পানিগাতী বিল এবং শোলমারী বিল থেকে এসব ক্ষতিকর জাল জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দকৃত জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এ. কে. এম. রায়হানুর রহমান বলেন, “মাছের অবাধ প্রজনন ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। চায়না দুয়ারী জাল জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, “উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশকর্মীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিল ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসবে।
What's Your Reaction?






