নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার অভিযোগ

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 8, 2025 - 11:57
Sep 8, 2025 - 12:50
 0  34
নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬ তম আবর্তন) ও তাঁর মা ফাতেমা আক্তারকে তাদের ভাড়া বাসায় শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

৭ সেপ্টেম্বর (রবিবার) কুমিল্লা নগরীর কালিয়াজুড়িতে নিজ বাসায় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে । নিহতের ভাই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানালে, কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিষয়টি খোঁজখবর নিচ্ছি। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow