কুবিতে পিএইচডি প্রোগ্রাম চালু করার জন্য সুপারিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পিএইচডি প্রোগ্রাম চালু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।
কাউন্সিল সদস্য সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে।
একাডেমিক কাউন্সিলের সুপারিশের বিষয়ে জানতে চাইলে ভিসি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আজকের সভায় নতুন বিভাগ ও ইন্সটিটিউট চালুসহ বেশকিছু সুপারিশ গৃহিত হয়েছে। এগুলো আমরা ইউজিসির কাছে পাঠাবো। তারা অবকাঠামো ও শিক্ষক-কর্মকর্তা ও জনবলের বিষয়টি যাছাই-বাছাই করে অনুমোদন দিবেন।’
উল্লেখ্য, কুবির ইতিহাসে এবছর প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণ করা হলো।
What's Your Reaction?






