কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 8, 2025 - 13:52
 0  4
কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবন, কর্ম ও শিক্ষাকে কেন্দ্র করে ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম ইউনিয়ন শাখা ও হযরত ইমাম হোসাইন (রা.) যুব সমাজের সহযোগিতায়, চিৎমরম মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটি ও প্রবাসীদের আয়োজনে এ মাহফিলের সভাপতিত্ব করেন মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আলি আহম্মদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চাঁদগাও নঈমিয়া মাহম্মদীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ আল ক্বাদেরী। তিনি বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশেষ দিন। মহানবীর শিক্ষাই মানবতার মুক্তি ও শান্তির পথ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ ধারণ ও অনুসরণ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৈয়বিয়া তাহেরীয়া মির্জা হুসাইনীয়া সুন্নী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ হোসাইন আল ক্বাদেরী এবং চিৎমরম মুসলিম পাড়া আততৈয়ব হাশেমীয়া ফারুকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মো. ফারুক আজম আল ক্বাদেরী। তাঁরা বলেন, “মহানবীর জীবন দুই দিক থেকে শিক্ষা দেয়—ইহকালীন জীবনে সততা, মানবসেবা ও হক আদায়, আর পরকালীন জীবনে মুক্তি ও শান্তির পথ।”

এছাড়া উদ্বোধক হিসেবে মাহফিলের শুভ উদ্বোধন করেন চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মোজাম্মেল রেজা আল ক্বাদেরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, চিৎমরম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিনসহ স্থানীয় সমাজ ও মাহফিল কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow