কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ সিগারেট জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযানে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
রবিবার (২৭ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১ নম্বর জিপি গেইট সংলগ্ন চেকপোস্টে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট অবৈধ ভারতীয় অরিস ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। একইসঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সিগারেট ও মাইক্রোবাসের মোট মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা। এসব মালামাল কাপ্তাই ব্যাটালিয়নের মাধ্যমে কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এই অঞ্চলে সম্প্রতি অবৈধ পথে ভারতীয় পণ্যের অনুপ্রবেশ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবির নিয়মিত তৎপরতায় এমন চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।
What's Your Reaction?






