মাগুরায় কলা ব্যবসায়ী ভজন গুহ হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় কলা ব্যবসায়ী ভজন গুহকে নির্মমভাবে হত্যার বিচার এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। রোববার (২৭ জুলাই) বিকালে শহরের জামরুলতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।
উল্লেখ্য, মাগুরা শহরের জামরুলতলা এলাকার কলা ব্যবসায়ী ভজন গুহকে সম্প্রতি গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মোঃ আবীর হাসান নামে এক ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে। তার ফাঁসির দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
What's Your Reaction?






