সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে মানবিক ভূমিকা পালন করছে বিমান বাহিনী

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 28, 2025 - 00:52
 0  0
সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে মানবিক ভূমিকা পালন করছে বিমান বাহিনী

সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো কোমলমতি শিক্ষার্থীদের স্মরণে এবং তাঁদের পরিবারকে সান্ত্বনা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি–এর নির্দেশে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল সম্প্রতি নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিহতরা হলেন—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী (১) ফাতেমা আক্তার, (২) জারিফ ফারহান, (৩) আফনান ফাইয়াজ এবং অভিভাবক রজনি ইসলাম (২য় শ্রেণির শিক্ষার্থী ঝুমঝুম ইসলামের মা)।

প্রতিনিধি দল শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় তারা জানান, বাংলাদেশ বিমান বাহিনী সবসময় তাঁদের পাশে থাকবে এবং যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

অন্যদিকে, আজ রবিবার (২৭ জুলাই) বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আরেকটি প্রতিনিধি দল কুমিল্লার দেবিদ্বারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাহতাব রহমান ভূঁইয়ার কবর জিয়ারত করেন। তাঁরা মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্মরণসভায় বিমান বাহিনীর পক্ষ থেকে পুনরায় জানানো হয়, নিহত পরিবারের পাশে থেকে সবধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ বিমান বাহিনী বরাবরই শুধু আকাশপথের রক্ষাকর্তা নয়, জাতীয় দুর্যোগ ও দুঃসময়ে মানবিক সহায়তায় একটি প্রতিশ্রুতিবদ্ধ বাহিনী—এ ঘটনাগুলোর মধ্য দিয়ে তারই প্রমাণ মিলেছে আবারও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow