ডাকসুতে সাদিক-ফরহাদের নামে আগেই ভোট দেওয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার নিয়ে অনিয়মের মারাত্মক অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্যাম্পাস জুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভোটকেন্দ্রে এক নারী শিক্ষার্থীকে আগে থেকেই ভোট দেওয়া ব্যালট পেপার সরবরাহের অভিযোগ উঠেছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি ভোট দিতে গেলে তার হাতে যে ব্যালটটি দেওয়া হয়, তাতে সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল।
তিনি বলেন, "আমার হাতে যে ব্যালটটি দেওয়া হয়েছিল, তাতে আগে থেকেই দুই প্রার্থীর নামে ভোট দেওয়া ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাই। এরপর তারা আমাকে নতুন ব্যালট সরবরাহ করেন।"
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। নির্বাচনের সুষ্ঠুতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট 'প্রতিরোধ পর্ষদ'-এর জিএস প্রার্থী মেঘ মল্লার বসুও একই ধরনের অভিযোগ করে বলেন, সাদিক ও ফরহাদের নাম আগে থেকেই পূরণ করা ছিল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাও শিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীর নামে পূরণ করা ব্যালট ভোটারদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিউল হাসান বলেন, "নানা জায়গায় নানা ঘটনা ঘটছে। শিবির এ ধরনের সুবিধা কেন পাবে? এ ঘটনায় ভোটের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।"
What's Your Reaction?






