শারদীয় সম্প্রীতির সুরে মুখরিত মাগুরা: দুর্গাপূজা উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে মাগুরায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম জানান, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। এই উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার" এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
প্রস্তুতিমূলক সভায় আসন্ন পূজাকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে পূজা মণ্ডপের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার মতো বিষয়গুলো ছিল অন্যতম। জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিয়োজিত থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং সার্বক্ষণিক টহল ব্যবস্থা জোরদার করা হবে।
সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং একটি সুন্দর ও সফল দুর্গাপূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলায় প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন সকলে।
What's Your Reaction?






