বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় উপবৃত্তি ও মেধাবৃত্তি প্রদান
মাগুরার মহম্মদপুর উপজেলার বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় নবগঠিত পরিচালনা কমিটির পরিচিত সভা এবং শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও মেধাবৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহনুর জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুৎ কুমার দাস। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে উপবৃত্তি ও মেধাবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগায় এবং ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. গোলাম আজম সাবু, বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু, জামায়াতে ইসলামীর (ভারপ্রাপ্ত) আমির মাওলানা নজরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, প্রধান শিক্ষক মো. নাসিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারা, আদর্শ কারিগরি টেকনিক্যাল বিএম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুন নবী ডাবলু, মহম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী এবং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান সুমন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও মেধাবৃত্তির চেক এবং সনদপত্র বিতরণ করা হয়।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ