নগরকান্দায় ফসলি জমি থেকে কাফনের কাপড়ে মোড়ানো রহস্যময় বস্তু উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি ফসলি জমি থেকে কাফনের কাপড়ে মোড়ানো লাশ সদৃশ এক রহস্যময় বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কৌতূহল ও নানা গুঞ্জন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি গ্রামের পূর্বপাড়ায় নিজাম উদ্দিনের জমির তিন আইল মাথায় ঘাসের স্তুপের নিচে বস্তুটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর জেলার বাসিন্দা মাহাবুর রহমান নামের এক কৃষক জমিতে কাজ করছিলেন। কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে তিনি হঠাৎ কাফনের কাপড়ের মতো সাদা কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে জমির মালিককে জানানো হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
একপর্যায়ে কৌতূহলী জনতার অনুরোধে কাপড়টি খুলে দেখা যায়, ভেতরে মানুষের হাড়, লোহার পেরেক, সিঁদুরের কৌটা, কলাগাছসহ বিভিন্ন ধরনের অচেনা উপকরণ রয়েছে। এ দৃশ্য দেখে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সংশয় ও ভয়ের কারণে বস্তুটি নষ্ট করা হয়।
খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ রহস্যময় বস্তুটি এক নজর দেখতে ভিড় জমায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে কালোজাদু বা তান্ত্রিক কর্মকাণ্ডের অংশ বলে ধারণা করছেন, আবার অনেকে মনে করছেন এটি কোনো পুরোনো কুসংস্কারভিত্তিক আচার-অনুশীলনের নিদর্শন হতে পারে।
তবে বস্তুটি আসলে কী, কে বা কারা এটি মাটির নিচে পুঁতে রেখেছিল—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রহস্যের আবরণে ঢাকা এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।
What's Your Reaction?
মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ