ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী শাহেদা ও তার সহযোগী আটক

ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর বস্তি এলাকায় এক যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত শাহেদা এবং তার সহযোগী রেখাকে আটক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহেদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৮০০ পিস ইয়াবা, চার কেজি গাঁজা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। শাহেদা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
এই অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, শাহেদার মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং যুবসমাজ বিপথগামী হচ্ছিল। তার আটকের খবরে তারা আনন্দ প্রকাশ করেছেন।
আটককৃত শাহেদা ও রেখার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে যৌথবাহিনী। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
What's Your Reaction?






