রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নওগাঁর রাণীনগরে “মানব সেবায় প্রতিদিন সংগঠনের” উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নগরব্রিজ এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অসহায় দরিদ্র ৬০০ মানুষের মাঝে স্বেচ্ছাসেবী এই সংগঠন শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিঠু। সংগঠনটির পৃষ্ঠপোষক আব্দুল মতিন সরদার ও মো. রায়হান সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ