মাগুরার নহাটা শ্মশান কালী বাড়িতে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jul 5, 2025 - 21:56
 0  4
মাগুরার নহাটা শ্মশান কালী বাড়িতে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী নহাটা শ্মশান কালী বাড়ি মন্দিরে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী মাসির বাড়ি থেকে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার উল্টো রথ মন্দিরে ফেরত আনা উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত নহাটা শ্মশান কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি অশোক ঘোষের নেতৃত্বে শোভাযাত্রাটি পানিঘাটা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের তালে তালে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় উৎসবের এই রথযাত্রা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, প্রতি বছরই এই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা অত্যন্ত ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে উদযাপন করা হয়। এটি মহম্মদপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow