নওগাঁয় প্রশিকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ২০২৪-২৫ অর্থবছরের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন এবং ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে নওগাঁয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে নওগাঁ শহরের চকবাড়িয়া এলাকায় প্রশিকার নিজস্ব কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যবস্থাপক মিজানুর রহমান, জসীম উদ্দীন ও ফরিদ আহম্মদ। সভাপতিত্ব করেন প্রশিকার পরিচালক জি. আজম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হাকিম বলেন, "দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের জন্য প্রশিকা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাস্তবমুখী পরিকল্পনা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা সমন্বয় করে আগামী দিনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।"
তিনি আরও বলেন, "প্রশিকার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ এবং তাদের ক্ষমতায়ন। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি।"
কর্মশালায় নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ২৮টি শাখা অফিসের ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। তাঁরা মাঠপর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সাফল্যের কথা তুলে ধরেন এবং আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত কর্মপন্থা ও পরিকল্পনা উপস্থাপন করেন।
কর্মশালায় প্রশিকার স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, কৃষি উন্নয়ন ও নারী উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের কর্মশালার মূল উদ্দেশ্য ছিল—মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী অর্থবছরের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ।
What's Your Reaction?






