আত্রাইয়ে উপজেলা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)
Jul 5, 2025 - 21:52
Jul 5, 2025 - 21:53
 0  3
আত্রাইয়ে উপজেলা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার (৫ জুলাই) বিকেল ৪টায় আত্রাই-সান্তাহার মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র মো. নজমুল হক ছনি। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি মহৎ উদ্যোগ। এটি শুধু প্রকৃতির জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিএনপি সবসময় জনকল্যাণমুখী কাজে অগ্রণী ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মনোনয়নপ্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, “আজকের বৃক্ষরোপণ শুধু সড়কের সৌন্দর্য বাড়াবে না, এটি আমাদের পরিবেশগত দায়বদ্ধতার প্রতীক। আমরা আত্রাই-রাণীনগরবাসীর জন্য একটি পরিবেশবান্ধব ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়েছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ ও মো. লিটন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. আব্দুর রহমান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মো. জুলহাজ মন্ডল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে. এম. আইয়ুব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাকিল আহমেদ, অন্যান্য দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে অনেকেই সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow