নবীনগর সফরে অর্থ উপদেষ্টার আশ্বাস: “ব্যাংকে টাকা মার যাবে না, আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে”

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
Jul 5, 2025 - 21:50
 0  2
নবীনগর সফরে অর্থ উপদেষ্টার আশ্বাস: “ব্যাংকে টাকা মার যাবে না, আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে”

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “ব্যাংকে কেউ টাকা জমা দিলে সেই টাকা মার যাবে না—সময় লাগলেও সরকার তা ফেরত দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (৫ জুলাই) সকালে নিজের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি সফরে এসে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। এর আগে তিনি জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থান করেন।

সঞ্চয়পত্রের সুদের হার ও ব্যাংক খাতের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সঞ্চয়পত্রের সুদের হার বাড়ালে সবাই ব্যাংক ছেড়ে সঞ্চয়পত্রে চলে যাবে। ব্যাংকের তারল্য পরিস্থিতি (লিকুইডিটি) ব্যাহত হবে। তাই আমাদের ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি জানান, দেশের আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। এর আগেও আরও ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

“এগুলো স্থায়ী সমাধান নয়। আমরা সাময়িক সহায়তা দিয়েছি, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান নির্বাচিত সরকারকেই দিতে হবে।”

ড. সালেহউদ্দিন বলেন, “প্রাইভেট সেক্টরের বড় ব্যাংক ইসলামী ব্যাংকে আবারো গ্রাহকের আস্থা ফিরছে। ব্যাংক পুনর্বাসনের লক্ষ্যে সরকার ‘ব্যাংক রেজোলিউশন অ্যাক্ট’ বাস্তবায়ন করছে, যাতে ভবিষ্যতে আর্থিক খাতে সুশৃঙ্খলতা ফেরে।”

সড়ক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন: “নবীনগর থেকে আড়াইহাজার হয়ে ঢাকার সঙ্গে যে নতুন সড়ক সংযোগ হবে, তার নবীনগর অংশের কাজ শীঘ্রই উদ্বোধন করা হবে।”

সভা শেষে উপদেষ্টা নিজ পৈতৃক নিবাস দড়ি শ্রীরামপুর গ্রাম পরিদর্শন করেন এবং বিকেলে ঢাকার উদ্দেশে নবীনগর ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow