আত্রাইয়ে জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর বণিক সমিতির আবেদন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Dec 24, 2025 - 18:07
 0  4
আত্রাইয়ে জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর বণিক সমিতির আবেদন
ছবি: দৈনিক খোলাচোখ

নওগাঁর আত্রাই উপজেলা সদর সংলগ্ন একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের। এই জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছে ‘আত্রাই বাজার বণিক সমিতি’।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সমিতির পক্ষ থেকে এই আবেদনপত্র জমা দেওয়া হয়।

আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিহারীপুর গ্রামের তিন মাথা মোড় হতে আত্রাই নতুন ব্রিজের নিচ দিয়ে জাতআমরুল গ্রামের তোলা পট্টি পর্যন্ত প্রায় ৪০০ ফুট রাস্তা বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এই স্বল্প দৈর্ঘ্যের রাস্তাটিই উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। রাস্তার পাশেই রয়েছে আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস, দলিল লেখক মাদ্রাসা এবং বাজারের প্রধান প্রধান বাণিজ্যিক বিপণিবিতানসমূহ। কিন্তু সংস্কারের অভাবে রাস্তাটি খানাখন্দে ভরে যাওয়ায় প্রতিদিন মালামাল পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে আত্রাই বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, “রাস্তাটি ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আমরা ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছি। ভ্যান বা রিকশায় পণ্য আনা-নেওয়া করা এখন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু ব্যবসায়ী নয়, সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্যও এটি বড় ভোগান্তির কারণ। আমরা দ্রুত এর প্রতিকার চাই।”

রাস্তা সংস্কারের দাবির বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, “আত্রাই বাজার বণিক সমিতির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে রাস্তাটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা সচল করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow