খোকসা পৌরসভায় মাসিক সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খোকসা পৌরসভায় নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরসভার সম্মানিত সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় খোকসা পৌর ভবন হলরুমে আলোচনা সভায় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা জোরদার, পরিচ্ছন্নতা ব্যবস্থা, রাজস্ব আদায়, সেবার মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পৌর প্রশাসক মোছাঃ তাসমিন জাহান সভায় উপস্থিত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং পৌরবাসীর প্রত্যাশা পূরণে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত তদারকির মাধ্যমে পৌরসভার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন এবং পৌরসভার উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
What's Your Reaction?
খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ