নওগাঁ সীমান্তে পুকুর খননকালে ১৫ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ শিমুলতলী বিওপি এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ধামইরহাট উপজেলার শিমুলতলী বিওপির সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘নলপুকুর বুড়োল দিঘী’ নামক স্থানে স্থানীয়রা পুকুর খনন করছিলেন। খননকাজ চলাকালীন মাটির নিচে একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পান তারা।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় জনগণের সহায়তায় পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৭ কেজি ৫৮০ গ্রাম। পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন (পিএসসি)-এর নির্দেশনায় অভিজ্ঞ স্বর্ণকার দ্বারা নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, এটি অত্যন্ত উচ্চমানের কষ্টিপাথর। জুয়েলারি সমিতির তথ্যানুযায়ী, দুষ্প্রাপ্য এই মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকারও বেশি।
এ বিষয়ে ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ