থানচিতে ৮ ভোটকেন্দ্রে সোলার স্থাপনের সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্পে সমন্বয়হীনতা নিয়ে ক্ষোভ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Dec 24, 2025 - 16:19
 0  4
থানচিতে ৮ ভোটকেন্দ্রে সোলার স্থাপনের সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্পে সমন্বয়হীনতা নিয়ে ক্ষোভ

বান্দরবানের থানচি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে পৃথক দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এসব সভায় বিদ্যুৎহীন ভোটকেন্দ্রে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে সংস্থাগুলোর সমন্বয়হীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানানো হয়, উপজেলার মোট ১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে বর্তমানে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনের আগেই এই ৮টি কেন্দ্রে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের সুবিধার্থে এসব কেন্দ্রে প্রয়োজনীয় শৌচাগার স্থাপনের উদ্যোগও নেওয়া হবে বলে জানান সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

অন্যদিকে, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের সমন্বয়হীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। বক্তারা অভিযোগ করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউএনডিপি উপজেলা প্রশাসনের সঙ্গে যথাযথ সমন্বয় না করেই পৃথকভাবে প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে একাধিক প্রকল্পে ‘ওভারলেপিং’ বা একই কাজের পুনরাবৃত্তি ঘটছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে জরুরি উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

উভয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুল হক, স্থানীয় সরকার প্রকৌশলী মো. আবদুল হানিফ, পিআইও মসফিকুর রহমান এবং নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ প্রমুখ।

সমন্বয়হীনতা প্রসঙ্গে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করে ওভারলেপিং কমাতে সকল উন্নয়ন সংস্থার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া আইনশৃঙ্খলা কমিটির সভায় ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow