বিপিএলে ব্যক্তিগত নয়, দলীয় সাফল্যই মূল লক্ষ্য: মাহিদুল ইসলাম অঙ্কন

খেলা ডেস্কঃ
Dec 24, 2025 - 14:38
 0  1
বিপিএলে ব্যক্তিগত নয়, দলীয় সাফল্যই মূল লক্ষ্য: মাহিদুল ইসলাম অঙ্কন
মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই প্রাধান্য দিচ্ছেন নোয়াখালী এক্সপ্রেসের উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে সাফল্যের জন্য দলগত সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই তরুণ ক্রিকেটার।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অঙ্কন দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে নিজের ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘সব দলেরই মূল লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। তবে আমার মনে হয়, শুরু থেকেই আমরা দল হিসেবে কতটা গুছিয়ে ক্রিকেট খেলতে পারছি এবং সবাই মিলে পারফর্ম করতে পারছি কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

নোয়াখালী এক্সপ্রেসের এই তারকা আরও বলেন, ‘প্রতিটি ম্যাচেই ভালো খেলা এবং জয় তুলে নেওয়া জরুরি। এই টুর্নামেন্টে কোনো ম্যাচই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

দলের প্রয়োজনে নিজের সেরাটা দিতে প্রস্তুত অঙ্কন। বিশেষ করে টপ অর্ডারে ব্যাট করার ইচ্ছা থাকলেও, তিনি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপরই পূর্ণ আস্থা রাখছেন।

ব্যাটিং পজিশন নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসাটা স্বাভাবিক। আমরা যারা মিডল বা লোয়ার অর্ডারে খেলি, দলের প্রয়োজনে তাদের যেকোনো সময় নামতে হতে পারে। ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলের পরিকল্পনাই আমাদের কাছে মুখ্য এবং আমরা সেভাবেই মাঠে নামব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow