২০২৬ বিশ্বকাপে কোচিংয়ে আর্জেন্টিনার আধিপত্য: এক প্রদেশ থেকেই পাঁচ কোচ

খেলা ডেস্কঃ
Dec 13, 2025 - 11:12
 0  3
২০২৬ বিশ্বকাপে কোচিংয়ে আর্জেন্টিনার আধিপত্য: এক প্রদেশ থেকেই পাঁচ কোচ
আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির জন্ম সান্তা ফে প্রদেশে। তিনি এবারেরর বিশ্বকাপেও আর্জেন্টিনার দায়িত্বে | ফিফা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেবে রেকর্ডসংখ্যক ৪৮টি দেশ। এরই মধ্যে ৪২টি দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। বাকি ছয়টি স্থান পূরণ হবে আগামী মার্চে অনুষ্ঠিত ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে–অফের মাধ্যমে। তবে প্লে–অফে কোন দল উঠবে, তা যাই হোক—কোচদের জন্মস্থান বিশ্লেষণ করে এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ক্লারিন

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দলের মধ্যে অন্তত ছয় দলের কোচ হবেন আর্জেন্টাইন। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো—এই ছয় আর্জেন্টাইন কোচের মধ্যে পাঁচজনের জন্ম একই প্রদেশে, সান্তা ফেতে।

যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো

যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো | রয়টার্স

ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে–অফে থাকা দলগুলোর কোচদের মধ্যে আপাতত কোনো আর্জেন্টাইন নেই। অর্থাৎ ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা ৪২টি দলের মধ্যেই ছয়জন আর্জেন্টাইন কোচ রয়েছেন। ক্লারিন-এর মতে, একটি মাত্র প্রদেশ থেকে পাঁচজন কোচের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ফুটবল ইতিহাসে বিরল এবং সম্ভাব্য রেকর্ড।

আর্জেন্টিনার ফুটবলে সান্তা ফে প্রদেশের গুরুত্ব নতুন কিছু নয়। দেশটির অসংখ্য কিংবদন্তি ফুটবলার ও কোচের জন্ম এই প্রদেশে। সান্তা ফের রোজারিও শহরেই জন্ম বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির। কোচিংয়েও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে অঞ্চলটি।

উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার জন্মও সান্তা ফে প্রদেশের রোজারিওতে

উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার জন্মও সান্তা ফে প্রদেশের রোজারিওতে | এএফপি

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার জন্ম রোজারিওতে। কিংবদন্তি এই কোচ এর আগে আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো প্রয়াত সিজার লুইস মেনোত্তিও জন্মেছিলেন একই শহরে। আবার আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির জন্ম সান্তা ফের পুহাতো শহরে।

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা ছয় আর্জেন্টাইন কোচ হলেন—কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাচ্চেচে, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো, যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো এবং আর্জেন্টিনার নিজস্ব কোচ লিওনেল স্কালোনি। এই ছয়জনের মধ্যে শুধু লরেঞ্জোর জন্ম বুয়েনস এইরেস প্রদেশের ভিলা সেলিনায়। বাকি পাঁচজনই জন্মেছেন সান্তা ফে প্রদেশে।

প্রায় ১ লাখ ৩৩ হাজার বর্গকিলোমিটার আয়তনের সান্তা ফে প্রদেশটি আয়তনে ইতালির অর্ধেকেরও কম। অথচ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সর্বশেষ দুটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এবং এবারও প্লে–অফ পেরিয়ে আসতে হবে। সেই তুলনায় আর্জেন্টিনার একটি প্রদেশ থেকেই পাঁচ কোচের বিশ্বকাপে উপস্থিতি নিঃসন্দেহে বিস্ময়কর।

কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো

কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো | এএফপি

সান্তা ফের পাঁচ কোচের মধ্যে দুজনই রোজারিওর সন্তান—‘ম্যাডম্যান’ খ্যাত মার্সেলো বিয়েলসা ও সেবাস্তিয়ান বেকাচ্চেচে। বিয়েলসা রোজারিওর ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে খেলেছেন এবং এটি হবে তাঁর তৃতীয় বিশ্বকাপ। বেকাচ্চেচের কোচিং ক্যারিয়ারে ইকুয়েডরই প্রথম জাতীয় দল। প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারোর জন্ম সান্তা ফের রাফায়েলা শহরে এবং মরিসিও পচেত্তিনোর জন্ম মার্ফি শহরে।

এবারের বিশ্বকাপে সান্তা ফে প্রদেশের দুই কোচ মুখোমুখিও হবেন। ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। আগামী ১২ জুন রোফি স্টেডিয়ামে সেই ম্যাচে একে অপরের প্রতিপক্ষ হবেন যুক্তরাষ্ট্রের কোচ পচেত্তিনো ও প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো—একই প্রদেশে জন্ম নেওয়া দুই আর্জেন্টাইনের দ্বৈরথে বাড়তি আকর্ষণ যোগ করবে বিশ্বমঞ্চে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow