সদরপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ফরিদপুরের সদরপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম, এলাকায় বিরাজ করছে গভীর শোক।
নিহত শিক্ষার্থীর নাম সাঈম শেখ (১৪)। সে সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামের বাসিন্দা উজ্জল শেখের ছেলে এবং চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজ বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতিকালে সাঈম বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে হঠাৎ কারেন্টে জড়িয়ে পড়ে। মুহূর্তেই সে গুরুতর আহত হয়।
নিহতের প্রতিবেশী ও জরিপের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাঈম আমার ছাত্র ছিল। ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়।” পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সরজিত সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অকাল এই মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই সাঈমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ