সদরপুরে সাবেক সেনা সদস্য বাচ্চু খালাসীর বিরুদ্ধে ৩০ বিঘা জমি দখলের অভিযোগ
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামে জাল দলিল তৈরি করে প্রায় ৩০ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক সেনা সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু খালাসী, তার ভাই মোশা খালাসী এবং দুই ছেলে রুবেল ও সোহেল খালাসীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বাচ্চু খালাসী চরনাসিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মাদবরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
সরেজমিনে স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে প্রায় ১৫ বছর ধরে উক্ত জমিগুলো ভোগ দখল করে আসছিলেন বাচ্চু খালাসী ও তার পরিবার। সরকার পরিবর্তনের পর জমির প্রকৃত মালিকেরা জমিতে প্রবেশ করতে গেলে গত রবিবার তাদের উপর হামলা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় সিরাজ ফকিরসহ তিনজন গুরুতর আহত হন। পরে সিরাজ ফকির বাদী হয়ে সদরপুর থানায় বাচ্চু খালাসী, মোশা খালাসী, রুবেল খালাসী ও শাকিল খালাসীকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী শুকুর হাওলাদার জানান, “আমাদের প্রায় এক একর জমি জবরদখল করে ভোগ করছে বাচ্চু খালাসী ও তার লোকজন। জমিতে গেলে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।”
এ ছাড়া ভুক্তভোগী ওয়াহেদ মোল্লা, জিয়াউদ্দিন বেপারী, রফিকুল ইসলাম ও খবির উদ্দিন হাওলাদার অভিযোগ করেন, প্রায় ১০ বছর আগে দলীয় প্রভাব ব্যবহার করে ৩০ বিঘা জমি জোরপূর্বক দখল করে বাচ্চু খালাসীরা এবং এখনও তা ভোগ দখলে রেখেছে। জমিতে গেলে তাদেরকে নানা হুমকি-ধামকি দেওয়া হয়, এমনকি মারধরও করা হয়। সাবেক সেনা সদস্য পরিচয়ের কারণেও ভয় দেখানো হয় বলে তারা দাবি করেন।
ভুক্তভোগীরা আরও জানান, দীর্ঘদিন ধরে বাচ্চু খালাসী ও তার সহযোগীরা এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জমি দখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি এবং নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং দখলকৃত জমি ফেরত পাওয়ার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ