হেলেঞ্চায় জবরদখল ও ভাঙচুরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 7, 2025 - 09:50
 0  22
হেলেঞ্চায় জবরদখল ও ভাঙচুরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামে জবরদখল, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মোঃ মোক্তার হোসেন (৬৩) আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ  করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন স্থানীয় মোঃ মহিদুল শেখ (৪০), মোঃ জাহিদুল শেখ (৩৭)সহ অজ্ঞাতনামা ১৫–২০ জন সশস্ত্র অবস্থায় তার মালিকানাধীন তফসিলভুক্ত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর)  রাত ১০টার দিকে বিবাদীরা রামদা, ছ্যানদা, লাঠিসহ বিভিন্ন ভাঙচুরের সরঞ্জাম নিয়ে জমিতে ঢুকে আম, কাঠাল, লিচুসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেন। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। এছাড়া জমির চারপাশে স্থাপিত ইটের পিলারের সাথে থাকা জাল খুলে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

বাদীর অভিযোগ, ঘটনার পর রাত ১১টা ৩০ মিনিটের দিকে বিবাদীরা আবারো তার বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। পরে ৯৯৯-এ ফোন করলে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পরও বিবাদীরা তার বাড়ির আশপাশে অস্ত্র হাতে ঘোরাফেরা করছে বলে অভিযোগ করেন মোক্তার হোসেন। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow