ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সম্পাদক পলাশের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 18, 2025 - 22:00
 0  7
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সম্পাদক পলাশের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ দীর্ঘ সাত মাস বিদেশে কর্মক্ষেত্রে অবস্থান শেষে দেশে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ শাহজাহান হেলাল, সহসভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সাংবাদিক মোঃ লেলিন মাহমুদ, শিকদার শাহরিয়ার, মোঃ আবির হোসেন আবু ও মোঃ রাজিব হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর চক্রবর্তী, মোঃ মানিক শিকদার, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাজমুল হোসেন, মোঃ সুজল খান, অসিম কুমার দত্ত, মোঃ সজিব মোল্লা, বিপ্রজিৎ সাহা, পার্থ রায়, মোঃ সালমান আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow