শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Oct 19, 2025 - 11:02
 0  3
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, পত্তন ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর  ফাইনাল খেলাটি  বিজয়নগর উপজেলা পত্তন উচ্চবিদ্যালয়ের খেলা মাঠ ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ।  

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়া সভাপতিত্বে ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বোখারী মোল্লার পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,  সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপি'র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আশিক রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির সাংগঠনিক ও জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান,  জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সদস্য হামদু মিয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. ইমাম হোসেন, জাকির হোসেন শালম,  জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজ উল্লাহ,  সাবেক সিনিয়র সহসভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার, সাইদ হাসান সানি, পত্তন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দারু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলফু মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিব সরকার,  ও টুর্নামেন্ট আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন জুয়েল পতন ইউনিয়নের যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার। 

জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান সাজিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালক সাইনুর রহমান হৃদয়, পত্তন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ ভুইয়া, পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি আনু খা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল ভুইয়া, ছাত্রনেতা মীর তানভীর প্রমূখ। 

উক্ত খেলায় পৃষ্ঠপোষকতা করেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ রহমত আলী।

হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে ছতরপুর স্পোর্টিং ক্লাব একাদশক ২ - ০ গোলে  আখাউড়া একাদশকে পরাজিত করে ,, ছতরপুর স্পোটিং ক্লাব  নাটকীয় জয় লাভ করেন।

এসময় বক্তারা বলেন,,খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদকমুক্ত, স্বাস্থ্যসচেতন ও সুশৃঙ্খল জীবনের পথে পরিচালিত করে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে এবং সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে তা যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে। রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়াই খেলোয়াড়সুলভ আচরণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow