রাণীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রচারণা কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে দলটি। শনিবার (১৮ অক্টোবর) উপজেলার কাশিমপুর ইউনিয়নের ত্রিমোহনী হাট ও কুজাইল বাজারে এই কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু। তিনি আসন্ন নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ২০২০ সালের উপ-নির্বাচনেও প্রার্থী ছিলেন। গণসংযোগকালে এস এম রেজাউল ইসলাম রেজু সাধারণ মানুষের মাঝে ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।
তারেক রহমানের এই ৩১ দফাকে বিএনপি জাতির মুক্তির সনদ হিসেবে অভিহিত করছে। দলটির নেতারা বলছেন, এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে। লিফলেটে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে যা জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
গণসংযোগকালে এস এম রেজাউল ইসলাম রেজুর সাথে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ ই আলমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
What's Your Reaction?






